বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: সারাদেশে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট আগামী ১৫ দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ট্রাক–কাভার্ডভ্যান মালিক–শ্রমিক সমন্বয় পরিষদ।
সোমবার ১২ অক্টোবর থেকে এই ধর্মঘট আহ্বান করা হয়েছিল।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাক–কাভার্ডভ্যান মালিক–শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করেন।
সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, ট্রাক–কাভার্ডভ্যান মালিক–শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান, সদস্য সচিব মো. তাজুল ইসলামসহ সমন্বয় পরিষদের নেতারা।
সমন্বয় পরিষদের সদস্য সচিব মো. তাজুল ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই আমরা আগামী ১৫ দিনের জন্য ধর্মঘট স্থগিত করেছি।