বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কক্সবাজার: নির্মম প্রতিশোধ নিলো পাহাড়। রামু উপজেলার উখিয়ারঘোনায় পাহাড়ের মাটিচাপায় মারা গেছে দু’জন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে একদল শ্রমিক পাহাড় নিধন করছিল।মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তাদের ওপর পাহাড় ধসে পড়ে। অন্যরা রক্ষা পেলেও দু’জন মাটি চাপা পড়ে। সেখানে তাদের মৃত্যু হয়। ঘটনার সংবাদে স্থানীয় জনসাধারণ এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন এবং দু’জনের মৃতদেহ উদ্ধার করেন। তারা হলেন: উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মৃত মো. হোছনের ছেলে আলি আহমদ (৩৫) ও মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)।
বুধবার সকালে ঘটনাস্থলে যান রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। জানান, একটি চক্র সেখানে পাহাড় সাবাড় করছে। এদের বিরুদ্ধে কয়েকদিন আগেও অভিযান পরিচালনা করা হয়েছিল।
রামু থানার অফিসার ইনচার্জ মো. আজমিরুজ্জামান জানান, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।