বিজনেসটুডে২৪ ডেস্ক:
সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের পরামর্শ পেয়েই নাকি অনুপ্রাণিত শুক্কুর। নিজেকে আরো ভালোভাবে মেলে ধরতে চান তরুণ এই ব্যাটসম্যান।
চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপে ব্যাট দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন ইরফান শুক্কুর। প্রশংসা পাচ্ছেন সবার।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের ইরফান শুক্কুর বলেন, ‘মুশফিক ভাইয়ের সঙ্গে কথা বলে অনেককিছু শিখতে পেরেছি। তিনি কম কথা বলেন, কিন্তু যা বলেন তা থেকে অনুপ্রেরণা পাওয়া যায়। আর সে পরমর্শ অনুযায়ী খেলতে পেরেই সাফল্য পাচ্ছি।’
মুশফিক ছাড়াও তামিম ইকবাল ও অন্য সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন শুক্কুর। তাঁকে কঠোর অনুশীলনের পরামর্শ দিয়েছেন তাঁরা।
এ সম্পর্কে তরুণ এই ব্যাটসম্যান বলেন, ‘সিনিয়ররা আমাকে কঠোর পরিশ্রম, ইতিবাচক খেলা ও ফিটনেসের ব্যাপারে সজাগ থাকতে বলেছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবাই তাই করে। তাঁরা দীর্ঘদিন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছেন। তাই তাঁদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করে ভালো লাগছে।’
শুক্কুরের কাছে এবারের টুর্নামেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ, ‘এই টুর্নামেন্টটি আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি দুই বছর ভালো অবস্থায় ছিলাম না। এর আগে আমি তিন বছর হাই পারফরমেন্স ক্যাম্পে ছিলাম। তবে এই টুর্নামেন্টে দলের প্রয়োজনে আমি খেলতে চাই।’