Home Third Lead ‘নৌ ধর্মঘট অর্থনীতিকে বিপর্যয়ে ঠেলে দেয়ার ষড়যন্ত্র’

‘নৌ ধর্মঘট অর্থনীতিকে বিপর্যয়ে ঠেলে দেয়ার ষড়যন্ত্র’

বিজনেসটেুডে২৪ প্রতিনিধি

ঢাকা: চলমান নৌযান ধর্মঘটকে দেশের অর্থনীতিকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন মালিকরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিজয়নগরের নৌ কার্গো মালিকরা এক ব্রিফিংয়ে ঐ অভিযোগ করে বলেন,  শ্রমিকরা যে ১১ দফা দাবি করেছেন সেগুলো প্রত্যাহার করতে হবে। এরপর আমরা তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলব।

শ্রমিকরা খোরাকি ভাতার দাবি করেছেন। তাদের দাবি নিয়ে হাইকোর্টে রিট পিটিশন করা আছে। তারা কোনও ধরনের ধর্মঘট বা আন্দোলনে যেতে পারবে না ২০২১ সালে পর্যন্ত।

নৌপরিবহন ব্যবস্থাকে ধ্বংস করার জন্যই বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও নৌশ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ ধর্মঘট ডেকেছে বলে ব্রিফিং-এ অভিযোগ করা হয়।