- দুপুর ১২ টা নাগাদ সাগরদ্বীপের কাছে দিয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করতে পারে
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তৎপরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের ৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়:নিম্নচাপটি আরও উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে দুপুর ১২ টা নাগাদ সাগরদ্বীপের কাছে দিয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করতে পারে।
সকাল ৯টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৭৫ কিলোমিটার পশ্চিম/দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৮৫ কিলোমিটার পশ্চিম/দক্ষিণ পশ্চিমে, মোংলা থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা থেকে ২০৫কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এসময় নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় দ্বীপ ও চরাঞ্চলসমূহের নিম্নাঞ্চল বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।