বিজনেসটুডে২৪ ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শরীর থেকে এখনও যায়নি করোনাভাইরাসের অস্তিত্ব। ১২দিন তিনি হোম আইসোলেশনে রয়েছেন, চিকিৎসা করাচ্ছেন, সব নিয়মই মানছেন।
তারপরেও করোনা মুক্ত নন পর্তুগিজ সুপারস্টার। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, কোভিড-১৯ দ্বিতীয় পরীক্ষাতেও রোনাল্ডোর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। ফলে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা-জুভেন্টাসের ম্যাচ।
বার্সা ও জুভের ম্যাচটি নিয়ে কোনও সংশয় নেই, তবে অনিশ্চিত হয়ে গিয়েছে মেসি-রোনাল্ডোর মুখোমুখি লড়াই। রোনাল্ডো রিয়াল ছাড়ার পরে এই প্রথম দুই মহাতারকার সাক্ষাৎ ঘটত, এখন তাও আর সম্ভব হবে না। গত ১৩ অক্টোবর করোনায় আক্রান্ত হন জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার। বার্সেলোনার বিপক্ষে ম্যাচের তখনও দুই সপ্তাহ বাকি থাকায় তাঁর খেলা নিয়ে তেমন সংশয় দেখা যায়নি তেমন। কিন্তু বৃহস্পতিবার (২২ অক্টোবর) দ্বিতীয় করোনা পরীক্ষায়ও পজিটিভ এসেছে রোনাল্ডোর কোভিড রিপোর্টে।
জুভেন্টাসের পক্ষ থেকে উয়েফাকে জানানো হয়েছে, তাঁর সর্বশেষ অবস্থা। রোনাল্ডোর প্রতিপক্ষ লিওনেল মেসি যদিও আশা করছেন, দ্রুতই সুস্থ হয়ে খেলবেন বার্সেলোনার বিপক্ষে ম্যাচে। ইংল্যান্ড ভিত্তিক ব্রডকাস্টিং প্রতিষ্ঠান ডিএজেএন-কে মেসি বলেছেন, ‘‘ক্রিশ্চিয়ানো যখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলত, তখন ম্যাচগুলো (এল ক্লাসিকো) স্পেশাল ছিল। তাদের বিপক্ষে ম্যাচ বরাবরই স্পেশাল। এই ধরনের ম্যাচে ও থাকলে পুরো পরিবেশটাই বদলে যায়।’’
মেসি আরও জানিয়েছেন, ‘‘আমাদের দল দুটিও (রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা) অনেক জনপ্রিয় এবং শক্তিশালী ছিল। ক্রিশ্চিয়ানোর সঙ্গে আমার যে প্রতিদ্বন্দ্বিতা ছিল এবং এখনও আছে; সেটা আজীবনই থাকবে। দুজনের এই লড়াই অনেকদিন ধরেই চলছে। এত উচ্চপর্যায়ে এত লম্বা সময় ধরে এই প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে নেওয়া সহজ বিষয় নয়।’’
এদিকে, করোনা আক্রান্ত হলেও ভেঙে পড়েননি রোনাল্ডো। বরং ফিটনেস ঠিক রাখার কাজ করে যাচ্ছেন এর মধ্যেও। সম্প্রতি কোয়ারেন্টাইনে থাকা পর্তুগিজ যুবরাজ হোম ট্রেনিংয়ের একটি ছবি ট্যুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। অসুস্থ হওয়ার পর মাথার চুলও ফেলে দিয়েছেন জুভ তারকা।