Home আইন-আদালত রায়হান হত্যা: কনস্টেবল হারুণের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

রায়হান হত্যা: কনস্টেবল হারুণের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান উদ্দিন আহমদ হত্যার ঘটনায় কনস্টেবল হারুণের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) রাতে তাকে পুলিশ লাইন থেকে নিয়ে গ্রেপ্তার দেখানো হয়।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩-এর বিচারক শারমিন খানম নীলার আদালতে হারুনকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মহিদুল ইসলাম।

জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২০ অক্টোবর অপর বরখাস্ত হওয়া কনস্টেবল টিটু চন্দ্র দাসকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। আলোচিত এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়।

তবে মূল অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এছাড়া ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া, এসআই টিটু চন্দ্র দাস, কনস্টেবল হারুনুর রশিদ ও তৌহিদ মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রত্যাহার করা হয় সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে।