বিজনেসটুডে২৪ ডেস্ক:
দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্রিকেটে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ১৫ নভেম্বর টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই ফিরবেন এই অলরাউন্ডার। ২৯ অক্টোবর শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা।
গত ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পাঁচ মাস পরিবারের সঙ্গে কাটিয়ে দেশে ফিরেছিলেন সাকিব। ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে অনুশীলন করছিলেন। টানা চার সপ্তাহ দুই কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে অনুশীলন করেন সেখানে। এরপর শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হলে ফিরে যান যুক্তরাষ্ট্রে
নিষেধাজ্ঞা উঠে গেলে আগামী ১০ নভেম্বর বাংলাদেশে ফিরবেন তিনি। এরপর যোগ দেবেন প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্টে। মূল টুর্নামেন্টের আগে বিসিবির বাকি ক্রিকেটারদের সঙ্গেই অনুশীলন করবেন দেশসেরা ক্রিকেটার।
রবিবার (২৫ অক্টোবর) রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টি-টোয়েন্টি টুর্নামেন্টের সময়সূচি জানিয়ে সাকিবের ফেরার কথা জানান নাজমুল হাসান।
বিসিবি সভাপতি বলেন, ‘আমরা একটি টি-টোয়েন্টি করতে চাচ্ছি। এটা পাঁচ দলের হবে। আশা করছি, ১৫ নভেম্বর হবে টুর্নামেন্টটি। বিস্তারিত কাল-পরশুর মধ্যেই দিয়ে দেব। সাকিব চলে আসবে ১০ তারিখের মধ্যে। আমার সবশেষ ওর সঙ্গে যে কথা হয়েছে যে ও ১০ তারিখের দিকেই দেশে চলে আসবে। এখানে অনুশীলন করবে। এর আগে তো ওর দলও হয়ে যাবে।’