বিজনেসটুডে২৪ ডেস্ক:
১০ নভেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে আইপিএলের ১৩তম আসরের ফাইনাল। শুরুর দিকে আইপিএলের প্রথম পর্বের সূচি প্রকাশ করেছিল টুর্নামেন্ট আয়োজক কমিটি। সে সময় জানানো হয়, অক্টোবরের শেষদিকে চূড়ান্ত হবে প্লে-অফ ও ফাইনালের ভেন্যু। অবশেষে ভেন্যু ও সূচি প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ।
আইপিএলের প্রথম কোয়ালিফায়ার হবে দুবাইতে। সে ম্যাচে মুখোমুখি হবে লিগ পর্বে খেলা শীর্ষ দুদল। ম্যাচটি মাঠে গড়াবে ৫ নভেম্বর। পরের দিন এলিমিনেটর ম্যাচ হবে। একদিন বিরতি দিয়ে ৮ নভেম্বর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। দুটি ম্যাচই হবে আবুধাবিতে। সব ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
প্লে-অফের সূচির পাশাপাশি উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের জন্যও ভেন্যু ঠিক করেছে আইপিএল কর্তৃপক্ষ। নারীদের আইপিএলের ভেন্যু নির্ধারিত হয়েছে শারজাহ। একই ভেন্যুতে আগামী ৪ থেকে ৯ নভেম্বর পর্যন্ত চলবে মেয়েদের টুর্নামেন্ট।
মেয়েদের আইপিএলে বাংলাদেশের দুজন নারী ক্রিকেটার অংশ নেবেন। তাঁরা হলেন জাহানারা আলম ও সালমা খাতুন। আসরে ভেলোসিটির হয়ে খেলবেন জাহানারা। আর ট্রেইলব্লেজার্সের হয়ে খেলবেন প্রথমবার অংশ নিতে যাওয়া সালমা। দুজনেই বর্তমানে দুবাইতে দলের সঙ্গে আছেন।
আইপিএলের প্লে-অফ সূচি ও ভেন্যু :
৫ নভেম্বর, প্রথম কোয়ালিফায়ার, দুবাই
৬ নভেম্বর, এলিমিনেটর, আবুধাবি
৮ নভেম্বর, দ্বিতীয় কোয়ালিফায়ার, আবুধাবি
১০ নভেম্বর, ফাইনাল, দুবাই