Home আইন-আদালত কারাগারে কোয়ারেন্টিনে ইরফান

কারাগারে কোয়ারেন্টিনে ইরফান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সাংসদ হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম ও তাঁর দেহরক্ষী মো. জাহিদকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোহাম্মদ মামুন ।

তিনি বলেন, ইরফান ও জাহিদকে গতকাল সোমবার দিবাগত রাতে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠায় র‍্যাব। দুজনকে দিবাগত রাত ১২টার পর কারাগারে নিয়ে আসেন র‍্যাবের সদস্যরা। তাদেরকে কারাগারের সাধারণ সেলের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সোমবার র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত মাদক রাখার দায়ে ইরফানকে এক বছর কারাদণ্ড দেন। আর অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে দেন ছয় মাসের কারাদণ্ড। দুই মামলায় মোট দেড় বছর সাজা দেওয়া হয়েছে তাঁকে।

ইরফানের দেহরক্ষী মো. জাহিদকে ওয়াকিটকি বহন করার দায়ে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বাসা থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় আজ পৃথক মামলা করার কথা র‍্যাবের।