বিজনেসটুডে২৪ ডেস্ক:
দুবাইয়ে প্রস্তুতি শিবিরের আগেই ভারতীয় দলে করোনা হানা দিয়েছে । ভারতীয় দলের একজন সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতীয় দলের থ্রো-ডাউন স্পেশালিস্ট ডি রাঘবেন্দ্র করোনায় আক্রান্ত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইকের খবরে জানা গেছে, গত রোববার দুবাই যাওয়ার কথা ছিল রাঘবেন্দ্রের। এখন তিনি কোয়ারেন্টিনে রয়েছেন। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হওয়ার পর করোনা নেগেটিভ হলেই আরব আমিরাতে যাবেন তিনি।
ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার এ মুহূর্তে আরব আমিরাতে আইপিএলের খেলায় ব্যস্ত রয়েছেন। যাঁরা আইপিএল খেলছেন না, তাঁরা এরই মধ্যে আরব আমিরাতে পৌঁছে গেছেন। এর আগে দুবাই গেছেন প্রধান কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও ফিল্ডিং কোচ আর শ্রীধর।
ডিসেম্বরের অস্ট্রেলিয়া সফরের জন্য গতকাল সোমবারই জাতীয় নির্বাচকেরা ভারতের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছেন। আরব আমিরাত থেকেই চার্টার্ড বিমানে ভারতীয় দল অস্ট্রেলিয়া উড়ে যাবে। দুই মাসের দীর্ঘ সফরে ভারতীয় দল চারটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।