দুস্থ ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদ। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে আন্দরকিল্লা সিটির্ কর্পোরেশন কে বি আব্দুস সাত্তার মিলনায়তনে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে ১৫০ দুস্থ ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরন করেন।
বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ২১ নং জামালখাঁন ওর্য়াডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, শারদীয় দুর্গোৎসব করোনাকালে ম্লান হলেও পূজোর অর্ঘ্য নিবেদনের মাধ্যমে মাতৃদেবীর বন্দনা মহামারী মুক্ত সুন্দর-পৃথিবী চাই এটাই আমার কাম্য। দুস্থজনদের বস্ত্র বিতরণে সুখ-দুঃখ ভাগাভাগি করার জন্য উদ্যোক্তা রতন চৌধুরীকে সাধুবাদ জানাই।
তিনি বলেন, মহা নবমীর দিনে এসব হতদরিদ্র মানুষের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদ যেভাবে সাহায্যের হাত প্রসারিত করেছেন তা তুলনাহীন। এখানে ধর্ম মুল বিষয় নয়, উৎসব যার যার রাষ্ট্র সবার। সরকারের ঘোষণা অনুযায়ী আমরা সবাই মিলে এ পূজায় অংশ গ্রহণ করে এ মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মায়ের কাছেি এই নিবেদন।
-সংবাদ বিজ্ঞপ্তি