Home Second Lead মুহুরী নদীর বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত

মুহুরী নদীর বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ফেনী: পাহাড়ি ঢলে ফেনীর মূহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। রোববার (০১ নভেম্বর) বিকেলের মধ্যে আরও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্লাবিত গ্রামগুলো হলো-দৌলতপুর, ঘনিয়ামোড়া, সাহাপাড়া, বৈরাগপুর ও দক্ষিণ দৌলতপুর।

শনিবার মধ্যরাতে ফুলগাজীর উত্তর দৌলতপুর এলাকায় মুহরী ও কহুয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে যায় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে একের পর এক বাঁধ ভাঙছে, গ্রামগুলো প্লাবিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আরিফুর রহমান ভূঁইয়া বলেন, এখন পর্যন্ত মুহুরী এবং প্রভা নদীর দুটি স্থানে বাঁধ ভেঙ্গে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির প্রবাহ এখন পর্যন্ত অনেক বেশি থাকার কারণে কোনোভাবে কাজ ধরা যাচ্ছে না।

ফুলগাজীর স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম রাজু জানান, পানির ক্ষীপ্রতা অনেক বেশি। এখন পর্যন্ত ইউনিয়নে ১ হাজার একর পাকা আমন ধান পানিতে তলিয়ে গেছে।