বিজনেসটুডে২৪ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ডি ভিলিয়ার্স।
শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৯ হাজার রানের মাইলফলকে পৌঁছান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকা ডি ভিলিয়ার্স। দীর্ঘ বিরতির পরও তাঁর ব্যাটে একটুও মরিচা ধরেনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক গেইল। সাড়ে ১৩ হাজারের বেশি রান করেছেন ওয়েস্ট ইন্ডিজ এই তারকা। ১০ হাজার রান করেছেন আরেক ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ড ও পাকিস্তানের শোয়েব মালিক।
ম্যাচটিতে মাঠে নামার আগে ৯ হাজার রান থেকে ৪ রান দূরে ছিলেন দক্ষিণ আফ্রিকান তারকা। ম্যাচের সপ্তম ওভারে নিজের লক্ষ্যে পৌঁছে যান প্রোটিয়া তারকা। ডি ভিলিয়ার্সের এখন টি-টোয়েন্টিতে রান ৯ হাজার ২০।