Home জাতীয় আবুল হাসনাতের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

আবুল হাসনাতের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

বিজনেসটুডে২৪ ডেস্ক:

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাহিত্য-সংস্কৃতি বিষয়ক প্রসিদ্ধ পত্রিকা ‘কালি ও কলম’ সম্পাদক আবুল হাসনাতের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রবিবার (০১ নভেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবি ও সাংবাদিক আবুল হাসনাতের (৭৫) ইন্তেকালের সংবাদে তথ্যমন্ত্রী তার শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং প্রয়াতের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী বলেন, দেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের একনিষ্ঠ সেবক প্রতিভা এবং ‘কালি ও কলম’ সাহিত্য-সংস্কৃতি পুরস্কারের জনক হিসেবে আবুল হাসনাতের অবদান স্মরণীয় হয়ে রয়েছে।