বিজনেসটুডে২৪ ডেস্ক:
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন। দেশে ফিরে করোনা টেস্ট করাবেন। ফলাফল নেগেটিভ আসলে কয়েক দিনের কোয়ারেন্টিন শেষে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে পারেন।
সোমবার (৩ নভেম্বর) সাকিবের ঘনিষ্ঠ এক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
সাকিব কোন দলে খেলবেন প্লেয়ার ড্রাফটে নির্ধারণ হবে। কিন্তু, তার আগে সাকিবকে উত্তীর্ণ হতে হবে ফিটনেস টেস্ট। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি আগেই জানিয়েছে, ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারেন তিনি।