- ৬৩ শিল্প প্লট
- ৩৫০০ লোকের কর্মসংস্থান
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সন্দ্বীপে বিসিক শিল্প নগরী স্থাপন প্রকল্প এখন সরকারের অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। তা বাস্তবায়ন হলে সেখানে কর্মসংস্থান হবে সাড়ে ৩ হাজার মানুষের ।
সন্দ্বীপ বিসিক শিল্প নগরী প্রকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত। ২০২২ সালের ডিসেম্বরে এর নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রয়েছে। আলোচ্য প্রকল্পকে ঘিরে প্রবাসী এবং সন্দ্বীপের স্থানীয় জনসাধারণের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছ।
শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত জানুয়ারিতে এই প্রকল্পের ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছিল। কমিশন প্রকল্পটির জন্য অর্থ বিভাগের অনুমোদনের প্রয়োজনীয়তা উল্লেখ করেছে। গত ২৩ মার্চ এক পত্রে তা জানানো হয়। তাছাড়া সন্দ্বীপে বিসিক শিল্প নগরী লাল শ্রেণিভুক্ত প্রকল্প হওয়ায় পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র সংযুক্ত করার কথাও বলা হয়েছে পত্রে।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং অর্থ বিভাগের সম্মতি সহকারে পুনরায় প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠাতে বলা হয়েছে।
মুছাপুর ইউনিয়নে ১০ একর জমিতে তৈরি হবে এই শিল্প নগরী। আনুমানিক ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৩ কোটি ৪৩ লাখ টাকা। সমূদয় ব্যয় নির্বাহ করা হবে সরকারি অর্থে।
বিসিক শিল্প নগরী সন্দ্বীপে ৬৩টি প্লট বরাদ্দ দেয়া হবে । খাদ্য ও খাদ্যজাত, টেক্সটাইল, হালকা প্রকৌশল ও মৎস্য প্রক্রিয়াকরণ এবং প্যাকেজিং শিল্পের জন্য বরাদ্দ দেয়া হবে এসব প্লট। ৬ হাজার বর্গফুট আয়তনের প্লট থাকবে ১৮টি, সাড়ে ৪ হাজার বর্গফুট আয়তনের ২০টি, ৩ হাজার বর্গফুটের ২০টি এবং স্পেশাল প্লট ৫টি। এগুলোর আয়তন হবে ২৪০০ বর্গফুটের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি হাজি আবদুল বাতেন কলেজ মাঠের জনসভায় বিসিক শিল্প নগরী স্থাপনের ঘোাষণা দেন। এর প্রেক্ষিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা ( বিসিক ) এর প্রতিনিধি দল সরেজমিনে সন্দ্বীপ পরিদর্শন করে মুছাপুরকে শিল্প নগরী স্থাপনের উপযোগী হিসেবে বিবেচনা করে প্রতিবেদন দেন।