বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বুধবার মধ্যরাত থেকে সাগরে মাছ ধরতে তৈরি জেলেরা। ইতোমধ্যে জাল রিপেয়ারিং থেকে শুরু করে ট্রলার মেরামতসহ খুঁটিনাটি সব কাজ সম্পন্ন করেছেন। ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করে সরকার। আজ তার শেষদিন।
বুধবার (০৪ নভেম্বর) নগরীর কর্ণফুলী ফিশারি ঘাট এলাকায় গিয়ে দেখা যায় জেলেদের এমন চিত্র। কাজের ফাঁকে বাড়ি ঘরে যাওয়া জেলেদের খোঁজ খবর নিচ্ছেন।
কয়েকজন জেলে বিজনেসটুডে২৪ কে জানান, মাছের সাথে আমাদের সম্পর্ক। মাছ ধরতে আমরা ভালোবাসি। টানা নিষেধাজ্ঞার পর মধ্যরাতে সাগরে যাত্রা শুরু করবো, আমাদের বেশ আনন্দ হচ্ছে।
আড়ৎদাররা বলছেন, নিষেধাজ্ঞা থাকায় ফিশারিঘাটে সাগরের মাছের পরিমান কম ছিল। শেষ দিনে বাজারে জেলেদের হাঁকডাক বেড়েছে। সাগরে যাওয়ার জন্যও খরচ নিতে গদিওয়ালাদের সাথে যোগাযোগ শুরু করছে মাঝিমাল্লারা।