বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: অনিবাসীদের শেয়ারবাজারে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্রোকারেজ হাউজগুলো অনিবাসীদের জন্য বিদেশে আউটলেট খুলতে পারবে।
সেবা সহজীকরনের জন্য ব্রোকারেজ হাউজের ডিজিটাল বুথ (স্টক ব্রোকার/ট্রেকহোল্ডার) নীতিমালা ২০২০’ এর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার ( ৪ নভেম্বর ) বিএসইসির ৭৪৭তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।
ডিজিটাল বুথ বিএসইসি কর্তৃক অনুমোদিত কোন ব্রোকারের প্রধান কার্যালয় বা কোন পূর্ণাঙ্গ শাখার সরাসির তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে পরিচালিত হবে।
দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় কমিশনের পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়। এজন্য কমিশনের পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেয়া হয়।
বিএসইসি সূত্রে জানা গেছে, ইউরোপ ও আমেরিকার উন্নত দেশগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক অনিবাসী বাংলাদেশী রয়েছেন, যাদের কাছে যথেষ্ট সঞ্চিত অর্থ রয়েছে। তারা যদি রিয়েল টাইমে দেশে লেনদেনের সুযোগ পান তাহলে পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী হবেন। এক্ষেত্রে বিদেশে ব্রোকারেজ হাউজের আউটলেটে অনিবাসী বাংলাদেশীরা যেদিন অর্থ জমা দেবেন সেদিনই সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজের বাংলাদেশ কার্যালয়ের লেজারে এ অর্থ অন্তর্ভুক্ত হয়ে যাবে।