বিজনেসটুডে২৪ ডেস্ক:
ঢাকায় পৌঁছেছে নেপালের জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে চার্টার্ড বিমানে আসেন। করোনাভাইরাসের মধ্যে এই প্রথম কোনো বিদেশি দল বাংলাদেশে এসেছে।
নেপালের বিপক্ষে আগামী ১৩ ও ১৭ নভেম্বর দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আজকেই কোভিড-১৯ টেস্ট করানো হবে নেপাল দলের। এরপর আগামী শনিবার পর্যন্ত কোয়ারেন্টিনে থাকবে তারা। এ ছাড়া ম্যাচের ৭২ ঘণ্টা আগে দুই দলের খেলোয়াড়দের আরেকবার কোভিড-১৯ পরীক্ষা করানোর কথা।
দলটির প্রধান কোচ বাল গোপাল মহারজন বলেন, ‘নেপাল সরকার আমাদের খেলার সুযোগ করে দিয়েছে। যা একটি ভালো বার্তা। আমার মনে হয় ম্যাচগুলো দুই দলের জন্যই ইতিবাচক হবে। আমরা নিজেদের সেরাটাই দিতে এসেছি এখানে।’