বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কুয়ালালামপুর: পোর্ট কেলাং কর্তৃপক্ষের আওতায় পরিচালিত ওয়েস্ট পোর্টে ৪০ ঘণ্টায় একটি জাহাজের ২৩,১৮৩ টিইউস কন্টেইনার হ্যান্ডলিং করেছে।
ওয়েস্টপোর্ট হোল্ডিং বারহাদ সূত্রে জানা যায়, গত বুধবার সিএমএম সিজিএম-এর অ্যান্টনি সেইন্ট এক্সাপরি জাহাজটি ভিড়ে। ৪০ ঘণ্টায় জাহাজের ঐ সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। এত কম সময়ে একটি জাহাজের কন্টেইনার হ্যান্ডলিং-এ এটা ওয়েস্ট পোর্টের রেকর্ড।
ফ্রান্স পতাকাবাহী জাহাজটি শুক্রবার সকাল ৮ টা-২০ মিনিটে নিংবো’র উদ্দেশ্যে পোর্ট কেলাং ত্যাগ করেছে।