Home খেলাধুলা মেসিকে রাখার সামর্থ্য নেই

মেসিকে রাখার সামর্থ্য নেই

বিজনেসটুডে২৪ ডেস্ক:

বেশি বেতন দিয়ে মেসিকে রাখার সামর্থ্য নেই আর্থিক সংকটে ভোগা বার্সার। চুক্তি নবায়ন নিয়ে এখনো অগ্রগতির খবর নেই। চলতি মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হবে। তবে বার্সেলোনায় থাকতে হলে বেতন কমাতে হবে রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে।

গোল ডটকমের একটি প্রতিবেদন অনুযায়ী স্প্যানিশ সংবাদমাধ্যম ইএল কুরুবিতোকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রেইজা বলেছেন, ‘মেসির সঙ্গে সামনাসামনি বসে শান্তভাবে আমাদের আলোচনা করতে হবে বার্সেলোনার সর্বোচ্চ স্বার্থের বিষয়টি মাথায় রেখে। মেসিসহ অন্য যেসব খেলোয়াড়ের চুক্তি নবায়ন করতে হবে কিংবা কিনতে হবে, তাদের সবাইকে আমরা এমন প্রস্তাব দেব, যার সঙ্গে এত দিন ধরে পাওয়া বেতনের মিল থাকবে না, কমাতে হবে।’

বেতন কমানোর ইস্যুতে মেসির সঙ্গে সরাসরি কথা বলতে চান ফ্রেইজা, ‘মেসির মন জয় করা কিংবা তাঁকে বুঝিয়ে-শুনিয়ে রাজি করানোর দরকার নেই। তাঁর চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং জানতে হবে দুই পক্ষ কী চায়। সে কী চায় এবং বার্সেলোনা কী চায়। আমরা মনে করি, ফুটবলকে মেসির আরো অনেক কিছু দেওয়ার বাকি।’

কিছুদিন আগে বার্সা সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জোসেপ মারিয়া বার্তোমেউ। তাঁর অধীনে থাকা বোর্ডের অন্য পরিচালকেরাও পদত্যাগ করেছেন। বর্তমানে কার্লেস তুতকেটসের অধীনে পরিচালিত হচ্ছে বার্সা।