Home আন্তর্জাতিক এয়ার প্রোডাক্টস’র ভারতে হাজার কোটি ডলারের বিনিয়োগ

এয়ার প্রোডাক্টস’র ভারতে হাজার কোটি ডলারের বিনিয়োগ

নয়াদিল্লি: আগামী ৫ বছরে ভারতে ৫০০ থেকে ১০০০ কোটি ডলার লগ্নির পরিকল্পনা নিয়েছে মার্কিন গ্যাস সংস্থা এয়ার প্রোডাক্টস অ্যান্ড কেমিক্যালস।

কয়লা থেকে গ্যাস উৎপাদন করায় পথিকৃৎ এই সংস্থার সারা বিশ্বে ৭৫০-এর বেশি এমন কারখানা আছে। সংস্থার উপস্থিতি আছে ৫০টিরও বেশি দেশে। ১৮০০ মাইলেরও বেশি গ্যাস লাইন এবং ৩০টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রের কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার অভিজ্ঞতা আছে এয়ার প্রোডাক্টস অ্যান্ড কেমিক্যালসের। ভারতের বিভিন্ন শিল্পাঞ্চলে তাদের কারখানা তৈরি করবে মার্কিন সংস্থাটি। এয়ার প্রোডাক্টস অ্যান্ড কেমিক্যালসের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং চিফ ইনফর্মেশন অফিসার রিচার্ড বুকক জানিয়েছেন, প্রাথমিকভাবে ভারতে ২০০ কোটি ডলার লগ্নি করব আমরা। বাকি অর্থ ধাপে ধাপে লগ্নি করা হবে। মূলত কলকারখানায় গ্যাস সরবরাহ করে এই সংস্থা। তাদের লক্ষ্য, ২০৩০-এর মধ্যে ১০০ কোটি টন কয়লা থেকে গ্যাস তৈরির ক্ষমতা অর্জন করা। কয়লার নিয়মিত জোগান পেতে কোল ইন্ডিয়ার মতো সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে এয়ার প্রোডাক্টস।- বিজনেসটুডে২৪ ডেস্ক