Home First Lead ঋণখেলাপিদের ধরতে সংশোধন হচ্ছে আইন

ঋণখেলাপিদের ধরতে সংশোধন হচ্ছে আইন

বিজনেসটুডে২৪ ডেস্ক

ঋণখেলাপিদের ধরতে সংশোধন হচ্ছে দেউলিয়া আইন। এতে সংযোজন হচ্ছে ‘করপোরেট দেউলিয়াত্ব’ অনুচ্ছেদ।  ডিসেম্বরের মধ্যে এ আইন সংশোধন হবে বলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে।

জানা যায়, আইনটিকে অধিকতর শক্তিশালী করতে প্রতিবেশী ভারতসহ অন্য দেশের আইনগুলো পর্যালোচনা করা হচ্ছে। সংশোধন হলে ঋণ নিয়ে দেউলিয়া ঘোষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজ নামে বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন না। নতুন আইনে দেউলিয়া ঘোষিত ব্যক্তির পাসপোর্ট জব্দকরণ বা বাতিল করা হবে। আমন্ত্রণ পাবেন না রাষ্ট্রীয় কোন অনুষ্ঠানে। কোম্পানির পরিচালক কিংবা ক্লাবের সদস্যপদ গ্রহণ, গাড়ি কেনায়ও অযোগ্য ঘোষণা করা হবে। এছাড়া একাধিক ব্যাংক হিসাব পরিচালনার ক্ষেত্রেও বিধি-নিষেধ আরোপ করা হবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, তারা আগামী ডিসেম্বরের মধ্যে আইনটির সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য কাজ করে চলেছেন। তবে আইনটি বেশ জটিল হওয়ায় তা নির্দিষ্ট সময়ে সম্পন্ন হওয়া নিয়ে সংশয় প্রকাশও করেন তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে যে দেউলিয়া আইন আছে, সেটিতে শুধু ব্যক্তি বা ব্যক্তি প্রতিষ্ঠানের দেউলিয়া ঘোষণা করার বিধান রাখা হয়েছে। কিন্তু করপোরেট দেউলিয়া ঘোষণার বিধান নেই। দেশের অর্থনীতির অগ্রগতির সঙ্গে সঙ্গে কোম্পানির কাঠামোতে পরিবর্তন হয়েছে। ব্যক্তি প্রতিষ্ঠান বা কোম্পানির চেয়ে করপোরেট টাইপ বড় বড় কোম্পানি এখন বেশি। তাই নতুন আইনে ‘করপোরেট দেউলিয়াত্ব’ নামেও নতুন একটা অনুচ্ছেদ রাখা হচ্ছে। এ অনুচ্ছেদের ক্ষমতা বলে যেসব করপোরেট প্রতিষ্ঠান ঋণ নিয়ে পরিশোধ করে না, পাওনাদারদের চাহিদার পরিপ্রেক্ষিতে এসব করপোরেট প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে।

পুরনো ও প্রস্তাবিত নতুন আইন বিশ্লেষণ করে দেখা যায়, কোন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেলে আগের আইন অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে একেবারে বন্ধ করে দিতে হয়। কিন্তু আর্থিকভাবে খারাপ হয়ে যাওয়া সেসব প্রতিষ্ঠানকে একেবারে বন্ধ না করে পুনরায় চালু করার বিধান বিভিন্ন দেশে রয়েছে। সংশোধিত আইনে এ বিধানটাও সংযুক্ত করা হচ্ছে। এর ফলে কয়েকজন পাওনাদার একসঙ্গে হয়ে প্রতিষ্ঠানটি পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করতে পারবে।