Home Second Lead আসামে প্রথম চালানে গেল ২৫০০ ব্যাগ প্রিমিয়ার সিমেন্ট

আসামে প্রথম চালানে গেল ২৫০০ ব্যাগ প্রিমিয়ার সিমেন্ট

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: বাংলাদেশ থেকে ভারতের আসামে গেল সিমেন্টের চালান। প্রথম চালানে আড়াই হাজার ব্যাগ প্রিমিয়ার সিমেন্ট পৌঁছেছে।

আসামের করিমগঞ্জে সোমবার সিমেন্টের চালানটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে করিমগঞ্জ কাস্টমস ও জাহাজ ঘাটকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়।

সেখানে আয়োজিত অনুষ্ঠানে  ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সুনীল কুমার সিং, আইডব্লিএ’র সদস্য (ট্রাফিক) শষি ভুষণ শুক্লা, আইডব্লিউএ’র পরিচালক (গৌহাটি) সুরেন্দ্র সিংসহ কাস্টমসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেটের জকিগঞ্জের ওপারে আসামের করিমগঞ্জ। সেখানে জাহাজঘাটে নোঙর করে প্রিমিয়ার সিমেন্টের চালান বোঝাই কার্গোজাহাজ। করিমগঞ্জের কর এন্ড সন্স বাংলাদেশের এই সিমেন্টর আমদানিকারক।

প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপক সালা উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, নৌপথে আসামের সঙ্গে রপ্তানি বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হয়েছে তাদের সিমেন্টের চালানটি সেখানে পৌঁছার মধ্য দিয়ে।

জকিগঞ্জ স্থল শুল্ক স্টেশন প্রতিষ্ঠার ৭৩ বছর পর এই প্রথম এ স্টেশন হয়ে ভারতে পৌঁছেছে সিমেন্টের একটি চালান। কাস্টমস জানায়,  ভারত থেকে ৩৭৫ মেট্রিক টন চুনাপাথর আসছে জকিগঞ্জে। দু’টি কার্গোভর্তি এই চুনাপাথর এখন করিমগঞ্জ জাহাজঘাটে।