Home চট্টগ্রাম  গণতন্ত্রকে মুক্ত করতে হবে: ডা. শাহাদাত

 গণতন্ত্রকে মুক্ত করতে হবে: ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, নব্য স্বৈরাচার সরকারের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে হবে।

মঙ্গলবার ( ১০ নভেম্বর )  সন্ধ্যায় ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী বিতরন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বলেন, স্বাধীনতার পর থেকে দেশের গণতন্ত্র বারবার নির্বাসিত  হয়েছে। গণতন্ত্র রক্ষার লড়াই এখনো চলছে। গণতন্ত্রের জন্য স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেন, শহীদ মোজাম্মেল, শহীদ জেহাদ এবং শহীদ ডা. মিলনের রক্তের বিনিময়ে দেশের মানুষের গণতন্ত্র ফিরে আসলেও তা আবারো নব্য স্বৈরাচার সরকারের অধীনে । বিগত ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন একতরফা নির্বাচনের মাধ্যমে এবং ২০১৮ সালের ৩০ শে ডিসেম্বর একদলীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আবারো নির্বাসিত হয়েছে। বাক স্বাধীনতা, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়ায়ে বিএনপি এখনো রাজপথে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।

আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

বিশেষ অতিথি  ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি  জয়নাল আবেদীন জিয়া,  সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম সাইফুল আলম,  যুগ সম্পাদক শাহ আলম, ইয়াছিন চৌধুর লিটন, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম মঞ্জু, কামরুল ইসলাম, সদরঘাট থানা বিএনপির সভাপতি ও কাউন্সিলর প্রার্থী হাজী মোহাম্মদ সালাউদ্দিন।

ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি  এম এ  মুসা বাবলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুস্তাফিজ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নগর বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য নূর হোসেন নূর, থানা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন, ওমর ফারুক রুবেল, যুগ্ন সম্পাদক মোঃ রহিম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, মোহাম্মদ জাহেদ, নগর মহিলা দল নেত্রী ও কাউন্সিলর প্রার্থী কামরুন নাহার লিজা।