বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: কাস্টম হাউস চোরাপথে আনা বিদেশি সিগারেটের একটি বড় চালান আটক করেছে চট্টগ্রাম বন্দরে ।
তৈরি পোশাক শিল্পের কাঁচামালের ঘোষণায় চালানটি আনা হয়েছে। পোশাক শিল্পের কাঁচামাল আমদানি হয় শুল্কমুক্ত সুবিধায়।
চীন থেকে ঢাকার সাভার ডিইপিজেডের (পশ্চিম) হপ ইনক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান চালানটি আমদানি করে।
খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান নগরীর আগ্রাবাদ এলাকার চান্দু করপোরেশন। গত ৩ নভেম্বর চালানটি খালাস নিতে চট্টগ্রাম কাস্টম হাউসে নথি দাখিল করে।
চালানটির ব্যাপারে গোপন সংবাদ থাকায় খালাস প্রক্রিয়া স্থগিত করে অডিট ইনভেস্টিগেশন ও রিসার্চ (এআইআর) শাখা।
বৃহস্পতিবার ( ১২ নভেম্বর ) শতভাগ কায়িক পরীক্ষা শেষে সিগারেট আনার বিষয়ে নিশ্চিত হন কাস্টম কর্মকর্তারা। সাড়ে ১৮ মেট্রিক টন পণ্য থাকলেও রাত ৮টা পর্যন্ত সিগারেট গণনা সম্পূর্ণ করতে পারেনি কাস্টম কর্মকর্তারা। গণনা শেষে নিরুপণ করা যাবে কতো টাকা শুল্ক ফাঁকির চেষ্টা হয়েছে তা।
এআইআর শাখার সহকারী কমিশনার রেজাউল করিম জানান, বৈদেশিক মুদ্রা আহরণের সবচেয়ে বড় খাত হিসাবে তৈরি পোশাক শিল্পের শুল্কমুক্ত কাঁচামাল দ্রুত খালাস দেওয়া হয়। সুযোগের অপব্যবহার করে মিথ্যা ঘোষণায় বিভিন্ন ব্রান্ডের বিদেশি সিগারেট নিয়ে আসে আমদানিকারক। সুবিধার অপব্যবহার করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে রেজাউল করিম জানান ।