বিজনেসটুডে২৪ ডেস্ক
লিবিয়ার উপকূলে মাঝসমুদ্রে নৌকা ডুবে অন্তত ৭৪ জনের সলিল সমাধির আশংকা করা হচ্ছে।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। ইউরোপমুখী ঐ নৌকায় ছিল ১২০ জনেরও বেশি শরণার্থী। নৌকা ভেঙে অন্তত ৭৪ জন শরণার্থী ডুবে গেছে । নৌকায় ছিল বহু মহিলা ও শিশু।
১ অক্টোবরের পর থেকে এই ক’দিনে ভূমধ্যসাগরে ৮টি নৌকা বা জাহাজ ভেঙে পড়ার ঘটনা ঘটল।
আল-খুমসে লিবিয়ার বন্দরের কাছে নৌকাটি ভেঙে পড়ে।
আন্তর্জাতিক শরণার্থী সংস্থার সূত্রে খবর, লিবিয়ার উপকূলরক্ষী বাহিনী ও মত্স্যজীবীরা মাত্র ৪৭ জনকে উদ্ধার করে সৈকতে নিয়ে আসতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, অক্টোবরেই সেনেগালে নৌকাডুবিতে কমপক্ষে ১৪০ জন শরণার্থী মারা যান। ইন্টারন্যাশনাল অফিস ফর মাইগ্রেশন টুইট করে এই কথা জানায়, প্রায় ২০০ জন শরণার্থীকে নিয়ে সফর করার সময় নৌকাটি ডুবে যায়। সেনেগালের কর্তৃপক্ষ জানিয়েছিল, এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। ৬০ জনকে উদ্ধার করা হয়েছে।