বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ধান চাষের পরিবর্তে সবজি চাষে বেশি আগ্রহী কৃষকরা। এ জেলায় দিগন্ত জুড়ে এখন আগাম শীতের সবজির সমারোহ। ইতোমধ্যে শাক-সবজি চাষাবাদের জন্যই ঠাকুরগাঁও জেলা পরিচিতি লাভ করেছে।
শহরের পাশেই নারগুন ও ঢোলর হাটকে ঠাকুরগাঁওয়ের সবজি গ্রাম বলা হয়ে থাকে। সবজি গ্রাম হিসেবে নারগুন ও ঢোলর হাটকে চিনতে কষ্ট হয় না আশপাশের গ্রাম ও জেলাবাসীর।
রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা-উপজেলায় সরবরাহ করা হয় এখানে চাষ করা নানা নামের শাক-সবজি।
রবিউল নামে এক কৃষক জানান, ধান, পাট, গমে লোকসান গুনতে গুনতে কৃষক যখন দিশাহারা তখন বিকল্প উপায়ে সবজি চাষে বেছে নিয়েছে। আমরা এখন সবজি চাষ করে অনেক বেশি লাভবান হচ্ছি। আমাদের জেলার সবজি দেশের বিভিন্ন অঞ্চলে ও বিদেশেও রপ্তানি হচ্ছে। এরই মধ্যে জেলায় শীতের আগমন ঘটেছে। সবজির চাহিদা বাড়তে শুরু করেছে। ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি ও চালকুমড়া, ঢেঁড়স, শসা, করলা, ডাঁটা, মিষ্টি আলু, পটল, কাঁকরোল, চিচিঙ্গা, বরবটি, গাজর, মুলা, শালগম, কলা, বেগুনসহ নানান জাতের সবজি চাষে ব্যস্ততার মধ্যদিয়ে দিন পার করছে চাষিরা।