বিজনেসটুডে২৪ ডেস্ক:
করোনাকালের কঠিন সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রধান উপদেষ্টা ডমিনিক কামিংস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। যুক্তরাজ্যের অর্থনৈতিক সংকট যখন গভীর হতে শুরু করেছে সেই মুহূর্তে তার সঙ্গ ছাড়তে শুরু করেছেন ঘনিষ্ঠজনেরা।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় লন্ডনের দশ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে তাকে একটি বক্স হাতে নিয়ে বের হয়ে চলে যেতে দেখা যায়।
ডমিনিক কামিংসের আগে পদত্যাগ করেন যোগাযোগ পরিচালক লি কেইন। বুধবার কেইনের পদত্যাগের খবর প্রকাশ হওয়ার পর প্রচার চলতে থাকে যে কামিংসও পদত্যাগের হুমকি দিয়েছেন।
যে ব্রেক্সিট প্রচার চালিয়ে বরিস জনসন ২০১৯ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সেই প্রচারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন লি কেইন ও এই ডমিনিক কামিংস।
ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকা বলছে, ব্রেক্সিট ইস্যু এখনো সমাধান না হওয়ায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরতদের এভাবে পদত্যাগে উভয় সংকটে পড়তে পারে জনসন সরকার।