- প্রথমদিনে প্রায় এক শ’ গাড়ি স্ক্র্যাপ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: মেয়াদ উত্তীর্ণ ফোরস্ট্রোক ত্রি হুইলার অটোরিক্সা স্ক্র্যাপ করা শুরু হয়েছে চট্টগ্রামে। সোমবার ( ১৬ নেভেম্বর ) প্রথমদিনে প্রায় এক শ’ গাড়ি স্ক্র্যাপ করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ( বিআরটিএ ) এই কার্যক্রম শুরু করেছে। তাদের কার্যালয়ে এগুলো স্ক্র্যাপ করা হচ্ছে।
গাড়ি স্ক্র্যাপ করার সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ,
বিআরটিএর নির্বাহি ম্যাজিস্ট্রেট শান্তন কুমার দাশ, সহকারি উপ-পরিচালক মোহাম্মদ তৌহিদুল হোসেন।
মালিকদের নির্দিষ্ট করে দেয়া হয়েছে কোন তারিখে তাদের অটোরিক্সা স্ক্র্যাপ করার জন্য পৌছাতে হবে সেটা।
অপরদিকে, স্ক্র্যাপ হওয়া এসব গাড়ি নির্দিষ্ট দরে বেচে দেয়া হচ্ছে নিলামে।
জানা যায়, চট্টগ্রামে ৩৬১৬ টি সিএনজি ও পেট্রোলচালিত অটোরিক্সার ১৫ বছর মেয়াদ শেষ হয়ে গেছে গত বছরের ৩১ ডিসেম্বর। এগুলো ২০০৪ সালে তৈরি। নিবন্ধনের সময় এগুলোর আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছিল ৯ বছর। মালিকদের দাবিতে ৩ দফায় মেয়াদ বাড়িয়ে করা হয় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর।
এরআগে, প্রায় ৫ হাজার অটোরিক্সা স্ক্র্যাপ করে প্রতিস্থাপন করা হয়েছে। সেগুলো ছিল ২০০১,২০০২ এবং ২০০৩ মডেলের।