বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে জাতীয় মানসিক ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় সজল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আদাবর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। দুপরে অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় সজল গণমাধ্যমকে বিষয়টি জানান।
এখন পর্যন্ত মামলায় রাজধানীর আদাবরের মাইন্ড এইড সাইকিয়াট্রি অ্যান্ড ডি-অ্যাডিকশন হাসপাতালের এক পরিচালকসহ প্রতিষ্ঠানটির ১১ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৯ নভেম্বর রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের কর্মচারীদের মারধরে মারা যান পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম।
হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের পিটুনিতে আনিসুল করিমের মৃত্যুর ঘটনায় তার বাবা বাদি হয়ে আদাবর থানায় হত্যা মামলা করেন।