Home চট্টগ্রাম আবারও দুর্ঘটনা বড়দিঘির পাড়ে, প্রাণ গেল বৃদ্ধের

আবারও দুর্ঘটনা বড়দিঘির পাড়ে, প্রাণ গেল বৃদ্ধের

বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধে প্রায় দু’ঘণ্টা বন্ধ ছিল গাড়ি চলাচল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বড় দিঘির পাড় এলাকায় আবারও বাস চাপায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে দুর্ঘটনা ঘটে।

শুক্রবার ১৩ নেভেম্বর  একই স্থানে সড়ক দুর্ঘটনায় মারা যান স্থানীয় দিদারুল আলম ভুলু। এরপর সোমবার এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন সেখানে সড়ক বিভাজক দেয়ার দাবিতে। এরপর ২৪ ঘণ্টারও কম সময়ে মারা গেলেন আরও একজন। নাম মুসা সওদাগর। বাসা আমানবাজারে।

স্থানীয়রা জানান, সুলতান নসরত শাহ মসজিদে ফজরের নামাজ আদায়শেষে তিনি হাঁটছিলেন। এ অবস্থার মধ্যে বেপরোয়া গতিতে আসা একটি বাস তাকে চাপা দেয়। সেখানে মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় ঘাতক বাসের চালক। অপরদিকে, স্থানীয় জনসাধারণ এ দুর্ঘটনার সংবাদে  বিক্ষুব্ধ হয়ে উঠেন। তারা সড়ক অবরোধ করেন।

সেখানে সড়ক বিভাজক স্থাপন ও বাস চালককে অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রশাসনের আশ্বাসে প্রায় দু’ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।

বরাবরই দুর্ঘটনা প্রবণ ঐ স্থানটি । তাই স্থানীয় জনসাধারণের  দীর্ঘদিনের দাবি সেখানে সড়ক বিভাজক দেয়ার।