বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: নগরীতে ১ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ মাসে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ২৭৮টি প্রতিষ্ঠানকে ৩৬ লাখ ৬৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
লিখিত অভিযোগ নিষ্পত্তি হয়েছে ৩০টি।
এছাড়া অননুমোদিত রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য চিপস প্রস্তুত, নষ্ট মসলা ব্যবহার, লেবেল বিহীন রাসায়নিক ব্যবহার, পোকা ধরা পঁচা ছোলার ডাল ব্যবহার, অনুমোদন গ্রহণ ব্যতীত বিএসটিআই এর মান চিহ্ন ব্যবহার ও ডিংডং নামে নকল চিপস তৈরি করায় সাগরিকা বিসমিল্লাহ্ ফুড প্রোডাক্টস কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করে সাময়িক সিলগালা করা হয়।
ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, একাধিক হোটেল, কুলিং কর্ণার, মুদি দোকান, মিষ্টির দোকান, মিনারেল ওয়াটার বোতলজাতকরণ ফ্যাক্টরি, ফার্মেসীকেতাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়েছে ।
৪২ দিন অভিযান পরিচালনা করেন এই সরকারি সংস্থাটি। জুন মাসে জেলার ২৮ টি বাজারে ৫ দিনের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা, জুলাই মাসে ১৭ দিনের অভিযানে ১৪২ টি প্রতিষ্ঠান থেকে ১৪লাখ ৫০ হাজার ৫শ টাকা, আগস্টে ৬০ টি বাজারে ৪৭ টি প্রতিষ্ঠানকে ৪ দিনে ১৪লাখ ৩৮হাজার ৫শ টাকা,সেপ্টেম্বরে ৬১ টি বাজারে ১০ দিনের অভিযানে ৯৯ টি প্রতিষ্ঠান থেকে ৬ লাখ ৮ হাজার ৫শ টাকা ও অক্টোবরে মাত্র ১দিনের অভিযানে ১০ টি প্রতিষ্ঠান থেকে ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গত ৫ মাসে অধিদপ্তরে ভোক্তাদের করা মোট লিখিত অভিযোগ পড়েছে ২৮২ টি। এসব অভিযোগের মধ্যে ৩০ টি ঘটনায় জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ৫ মাসে ২৯৪ টি বাজারে ২৭৮ টি প্রতিষ্ঠানকে ৩৬ লাখ ৬৫ হাজার ৫ শ’ টাকা জরিমানা করা হয়।