Home শেয়ারবাজার বেক্সিমকো সিনথেটিক্সের লেনদেন বন্ধের মেয়াদ ১৫ দিন বাড়ল

বেক্সিমকো সিনথেটিক্সের লেনদেন বন্ধের মেয়াদ ১৫ দিন বাড়ল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: চতুর্থ দফায় বাড়ানো হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধের সময়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির লেনদেন বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে।

সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ২২ নভেম্বর,রোববার থেকে কোম্পানিটির লেনদেন আরও ১৫ দিন বন্ধ থাকবে। এর আগে গত ৯ নভেম্বর থেকে তৃতীয় দফায় কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।

এছাড়া দ্বিতীয় দফায় ২৩ অক্টোবর থেকে ৮ নভেম্বর এবং প্রথম দফায় ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পরযন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।