Home আন্তর্জাতিক মার্কিন অর্থনীতি শিগগির ঘুরে দাঁড়াবে না: জেপি মরগান

মার্কিন অর্থনীতি শিগগির ঘুরে দাঁড়াবে না: জেপি মরগান

বিজনেসটুডে২৪ ডেস্ক

নিউইয়র্কভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান জেপি মরগানের অর্থনীতিবিদরা বলেছেন যে  করোনা ভাইরাসের দাপটে গভীর সংকটে পড়া মার্কিন অর্থনীতি শিগগিরই ঘুরে দাঁড়াতে পারছে না।

আগামী বছরের শুরুতে আবারও নেতিবাচক প্রবৃদ্ধিতে  মার্কিন জিডিপি আটকে পড়বে বলে আশংকা সংস্থাটির। তাদের মতে,যুক্তরাষ্ট্রের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে আবারও খারাপ আকার ধারণ করা করোনাভাইরাস।

মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, গত শুক্রবার নতুন করে এই শঙ্কাজনক পূর্বাভাস দিয়েছে জেপি মরগান। সংস্থাটির অর্থনীতিবিদরা বলছেন, এবারের শীত আরও ভয়াবহ হবে মার্কিনিদের জন্য। আগামী বছরের প্রথম প্রান্তিকে নতুন করে সংকোচনের মুখে পড়তে হবে। যদিও সে সময়ই করোনার ভ্যাকসিন পাওয়ার আশা করছেন মার্কিন নাগরিকরা।

বলা হচ্ছে, গেল গ্রীষ্মে ভালো অবস্থানে যুক্তরাষ্ট্রের অর্থনীতি তার গতি হারিয়ে ফেলেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মার্কিন অর্থনীতির বার্ষিক ৩৩.১ শতাংশ প্রবৃদ্ধির হিসাব পাওয়া গেলেও চতুর্থ প্রান্তিকে এসে তা ২.৮ শতাংশে নেমে আসবে আর আগামী বছরের প্রথম প্রান্তিকে তা ১ শতাংশ সংকোচনের মুখে পড়বে।

করোনা সংক্রমণ রকেট গতিতে ছুটে চলায় যুক্তরাষ্ট্রে শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র ও ব্যবসা প্রতিষ্ঠান আবারও লকডাউনে যাচ্ছে। যা মার্কিন অর্থনীতিকে চাপে ফেলে দিচ্ছে।

জেপি মরগান বলছে, আগামী বছরের ২য় ও ৩য় প্রান্তিকে এসে মার্কিন অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াবে। সেসময় দেশটির জিডিপির প্রবৃদ্ধি হবে যথাক্রমে সাড়ে ৪ ও সাড়ে ৬ শতাংশ। তবে, এটাও ঠিক যুক্তরাষ্ট্রের কোন কোন অঞ্চলে অর্থনীতি বেশ শক্ত অবস্থানেই রয়েছে