বিজনেসটুডে২৪ ডেস্ক:
সম্প্রতি তালিকাভুক্ত বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের দামে বড় উত্থান হয়। এর প্রেক্ষিতে মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীরা মার্জিন ঋণ পাবেন কিনা তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। এতে আবার মিউচুয়াল ফান্ডগুলোর দরপতন হয়।
এবার পুঁজিবাজারে তালিকাভুক্ত সব মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগকারীরা মার্জিন ঋণ পাবেন বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত একটি স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৯ সালের ২৬ অক্টোবরের আগে মিউচুয়াল ফান্ডে মার্জিন ঋণ চালু ছিল। তবে ২৬ অক্টোবর এক নির্দশনার মাধ্যমে বিএসইসি তা বন্ধ করে দেয়।
২০১০ সালের ৩০ ডিসেম্বর আরেক নির্দেশনার মাধ্যমে মিউচুয়াল ফান্ডে মার্জিন ঋণের সুবিধা বহাল করা হয়। এর ফলে সব মিউচুয়াল ফান্ডের মার্জিন ঋণ চালু হয় এবং বহাল আছে।
বর্তমানে দেশের পুঁজিবাজারে ৩৭টি মেয়াদি তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড রয়েছে। ২৩ নভেম্বর, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফান্ডগুলোর বাজার মূলধন ছিল ৪ হাজার ২৩২ কোটি টাকা। এক্সচেঞ্জটিতে খাতভিত্তিক লেনদেনে এদিন মিউচুয়াল ফান্ডের অবদান ছিল ১৩ শতাংশ।