Home টপ নিউজ নোমান-হাফিজ-জাফরুল্লাহর নেতৃত্বে ঢাকায় মিছিল বেগম জিয়ার মুক্তি দাবিতে

নোমান-হাফিজ-জাফরুল্লাহর নেতৃত্বে ঢাকায় মিছিল বেগম জিয়ার মুক্তি দাবিতে

বেগম জিয়ার মুক্তি দাবিতে ঢাকায় মিছিল

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

মঙ্গলবার দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে হাইকোর্টের দিকে অগ্রসর হয়।

পরে মিছিলটি হাইকোর্টের দ্বিতীয় গেটে গিয়ে অবস্থান নেয়। এ সময় হাইকোর্ট থেকেও বিএনপিপন্থী আইনজীবীসহ অনেকেই মিছিলে যোগ দেন।

মিছিল ও অঘোষিত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও শওকত মাহমুদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. আবু জাফর, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে নোমান বলেন, ‘আজকে রাস্তায় নামাটা অসাংবিধানিক নয় এবং আইনবিরোধীও নয়। জনগণ রাষ্ট্রক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও সকল কিছু থেকে বঞ্চিত হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামছাড়া ঊর্ধ্বগতি। পেঁয়াজ, চাল ও তেল জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এ সকল বিষয় নিয়ে আমাদের বিরোধী দলের আন্দোলন করার অধিকার আছে।’

সরকারের উদ্দেশে নোমান বলেন, ‘অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রমক্ষমতার মধ্যে নামিয়ে আনুন। দেশ চালাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচন দিন।’

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আন্দোলন, মিছিল ও অবস্থান কর্মসূচি করছি। এটা সংবিধান–বহির্ভূত নয়। তাই আপনাদেরকে আহ্বান জানাব- আমাদের নেতাকর্মীদেরকে বাধা না দিয়ে আমাদের কর্মসূচি পালন করতে দিন। আপনাদের কাছ থেকে কোনো ধরনের উস্কানি প্রত্যাশিত নয়।’

এর আগে রবিবার রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘মিছিল-সমাবেশ করতে আর কখনো বিএনপি আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি চাইবে না। আমরা আমাদের যখন খুশি, তখন সমাবেশ করব। এটা আমাদের সাংবিধানিক অধিকার।’

বিজনেসটুডে২৪  ডেস্ক