নিশীথ সূর্যের দেশ নরওয়ে। আর সেখান থেকেই ৬ হাজার বছরের পুরনো তির ও কিছু অস্ত্র খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। নরওয়ের সবথেকে উঁচু পর্বতমালা থেকে পাওয়া গিয়েছে ডজন খানেক ঐতিহাসিক তির। প্রায় ৬০ একর এলাকায় বরফ গলে যাওয়ায় বের হয়ে এসেছে এগুলো।
বহু বছর ধরে নরওয়ের বরফের নীচে চাপা ছিল এই তিরগুলো। তবে জলবায়ুর পরিবর্তনের কারণে নরওয়ের বরফ গলতে শুরু করেছে। আর সেখান থেকেই এই বহুবছরের পুরোনো তিরগুলোকে খুঁজে পাওয়া যায়। এই তিরগুলো প্রস্তর যুগ থেকে মধ্যযুগের মধ্যে তৈরি বলে জানিয়েছেন গবেষকরা।
সূত্রের খবর, অসলো, কেমব্রিজ আর বার্জেন বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাস-গবেষকরা প্রায় ৬৮টি তির খুঁজে পান প্রথমে। নরওয়ের দক্ষিণ দিকের পাহাড়রের কাছাকাছি যে ১৮ হেক্টর অঞ্চল রয়েছে, সেখান থেকেই গবেষকরা এই তিরগুলো খুঁজে পান।
তিরগুলো খ্রিস্টপূর্ব ৪১০০ সালের বলে জানা গেছে এ পর্যন্ত গবেষণায়। রেডিওকার্বন অ্যানালিসিসের মধ্যে দিয়েই এই বিষয়টা জানা গেছে। আর কিছু তির ১৩০০ খ্রিস্টাব্দের বলে জানা গেছে। তবে তারিখগুলো ঠিকমতো চিহ্নিত করা যায়নি।
গবেষকরা জানিয়েছেন, তিরগুলো বিভিন্ন পশুর হাড়, লোহা– এসব দিয়ে তৈরি করা হয়েছিল। তাই এতকাল ধরে বফরে চাপা থাকা সত্ত্বেও খুঁজে পাওয়া গেছে। পশুর হাড় বা লোহা দিয়ে তিরের মাথা আর কাঠ দিয়ে হাতল তৈরি করতেন শিকারের জন্য। এই তিরগুলো ছাড়াও প্রায় ৩০০টি রেনডিয়ারের হাড় এবং অ্যান্টলারের নমুনাও বহুবছর ধরে চাপা ছিল বরফের নীচে, যেটাও খুঁজে পেয়েছেন গবেষকরা।
-দি ওয়াল