Home আইন-আদালত মুখে মাস্ক না থাকায় ৩২ জনকে অর্থদণ্ড

মুখে মাস্ক না থাকায় ৩২ জনকে অর্থদণ্ড

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসাধারণকে মাস্ক পরা নিশ্চিত করতে নগরীতে পৃথক পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় মুখে মাস্ক না থাকায় ৩২ জনকে অর্থদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (০১ নভেম্বর) আন্দরকিল্লা ও টেরিবাজার এলাকায় মাস্ক না পরায় ১৩ জনকে ১২৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান পরিচালিত মোবাইল কোর্ট ।

অপরদিকে হালিশহর, ডবলমুরিং এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ জনকে ১৫০০ টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

এছাড়া, নিউ মার্কেট এলাকায় ১৩ জনকে ২২০০ টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

অভিযানে গরীব ও অসহায় পথচারী, রিকশা চালক, ভ্যানচালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।