বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: দেশীয় বাজারের মন্দাভাব ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে প্রতিকূল পরিস্থিতিতেও স্বর্ণের দাম এক হাজার ১৬৬ হাজার টাকা কমিয়েছে জুয়েলার্স সমিতি।
বুধবার (০২ ডিসেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম- ২১ ক্যারেট প্রতি ভরি ৬৯ হাজার ৫১৮ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৭০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের অলঙ্কার প্রতি ভরি বিক্রি হবে ৫০ হাজার ৪৪৭ টাকায়।
এর আগে, মঙ্গলবার এক বৈঠকে বাজুস স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দেয়।
কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। সে কারণে দেশের বাজারেও দফায় দফায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা।
২৩ জুন স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা, ২৪ জুলাই ২ হাজার ৯১৬ টাকা এবং ৬ আগস্ট ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি। তারপর হঠাৎ করেই বিশ্ববাজারে কমতে থাকে স্বর্ণের দাম।
সর্বশেষ ২৫ নভেম্বর স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫০৭ টাকা কমিয়েছিল সমিতি। ফলে টানা দুই সপ্তাহে দেশের বাজারে স্বর্ণের দাম কমলো ৩ হাজার ৬৭৩ টাকা। অবশ্য ১৫ অক্টোবর স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছিল সমিতি।