বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সিটি প্রশাসক আলহাজ খোরশেদ আলম সুজন দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত দফায় দফায় জানিয়েছেন নগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে দৃঢ় প্রত্যয়ের কথা। বলেছেন, ‘ আমি জনগণের হাঁটা-চলার পথ জনগণকে ফিরিয়ে দিতে চাই। জনগণের সম্পদ কারও দখল করার অধিকার নেই । ‘ নানাভাবে চেষ্টাও তিনি কম করেননি। কিন্তু তিনি যা চেয়েছিলেন তা হয়নি। ফুটপাত দখলমুক্ত হয়নি।
ফুটপাতের পর রাজপথও বেদখল হয়ে যাচ্ছে। অবস্থা দেখে মনে হয় হকাররা যেন এখন আরও বেপরোয়া মনোভাব নিয়ে রাজপথ-ফুটপাথ জবরদখলের প্রতিযোগিতায় নেমেছেন। স্টেশন রোড, জুবলি রোড, নিউমার্কেট, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, লালদিঘি সবখানে একই অবস্থা। মানুষের নিরাপদে পথ চলার কোন উপায় নেই। আর স্টেশন রোড, জুবলি রোড দিয়ে পথচারি এবং যানবাহনকে পথ চলতে হয় ইঞ্চি ইঞ্চি করে। কারও যেন কিছু বলার নেই, করার নেই।