Home সারাদেশ মাধবপুরে তেলবাহী ট্রেনের ৪টি কন্টেইনার লাইচ্যুত

মাধবপুরে তেলবাহী ট্রেনের ৪টি কন্টেইনার লাইচ্যুত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের চারটি কন্টেইনার লাইনচ্যুত হয়েছে। রবিবার (০৬ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। কন্টেইনারগুলো কেরোসিন তেল বহন করছিল।

লাইনচ্যুত হওয়ার পর কন্টেইনারগুলো থেকে করোসিন তেল পড়ছিল বলে জানিয়েছে পুলিশ। কনটেইনার সরানোর জন্য উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে রওনা হয়েছে। তবে উদ্ধারে কত সময় লাগতে পারে সংশ্লিষ্টরা এখনও এ ব্যাপারে কিছু বলতে পারছেন না।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর জানান, বিপুল পরিমান তেলের ক্ষতি হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে তাও বলা যাচ্ছে না।

এদিকে দুপুরে সাড়ে ১২টার পর সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শায়েস্তাগঞ্জ জংশনের সহকারী স্টেশন মাস্টার মুশফিক হোসেন জানিয়েছেন, ঢাকা চট্টগ্রাম ও সিলেটমুখী যাত্রী ও মালবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।