- বিকেলের জোয়ারে মুভমেন্ট শুরু হতে পারে
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: প্রতিবছর শীত মওসুমে এমন অবস্থা হয়, হলো এবারও। ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম বন্দরে বুধবার ভোররাত থেকে জাহাজ চলাচল ব্যাহত হয়ে পড়েছে।
বন্দরের নৌ বিভাগ সূত্রে জানা যায়, আজ প্রথম জোয়ারে ৫টি জাহাজ নোঙর তোলার কর্মসূচি ছিল এবং জেটিতে ভিড়ার কথা ছিল ৫টি। এরজন্য যাবতীয় প্রস্তুতি ছিল বন্দর এবং শিপিং এজেন্টেদের। পাইলটও জাহাজে উঠেন পথ দেখিয়ে নেয়ার জন্য। কিন্তু বিপত্তি তৈরি করে ঘন কুয়াশা। দৃশ্যমানতা একেবারে কমে যায়। এমন কি কাছের কিছুও দেখা যায়নি। এমন পরিস্থিতিতে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ। তাই প্রথম জোয়ারে কোন জাহাজ জেটি ছাড়তে পারেনি। একই কারণে কোন জাহাজ জেটিতে আসেনি।
বন্দরের সংশ্লিষ্ট বিভাগসূত্র জানায়, বিকেলে জাহাজ চলাচল শুরু হবে। সে সময় জোয়ারে আজকের নির্ধারিত জাহাজগুলো জেটি ছেড়ে যাবে এবং আশা করা হচ্ছে আমদানি পণ্য বোঝাই যে ৫টি জাহাজ ভিড়ার কথা ছিল সেগুলো আসতে পারবে। অর্থাৎ বিকেলে শিপ মুভমেন্ট শুরু হবে।
চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতি সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে ভোরে বহির্নোঙরে লাইটারেজ জাহাজ যাতায়াতও ব্যাহত হয়েছে।