বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: আগামীকাল বৃহস্পতিবার ( ১০ ডিসেম্বর ) বিকেলে মুক্তিযুদ্ধের বিজয় মেলা কার্যক্রমের উদ্বোধন হবে।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ-এর মহাসচিব মোহাম্মদ ইউনুস বুধবার বিকেলে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, ৩১ বছর ধরে মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন চট্টগ্রাম থেকে হয়ে আসছে। তবে এবারে করোনার দ্বিতীয় তরঙ্গের বিষয়টি বিবেচনায় জনস্বাস্থ্যের নিরাপত্তার কথা ভেবে সংক্ষিপ্ত পরিসরে মেলার আয়োজন।
বৃহস্পতিবার বিকেল ৩টায় এম এ আজিজ স্টেডিয়াম গোলচত্বর সম্মুখে মুক্তিযুদ্ধের শিখা প্রজ্জ্বলন ও জাতীয় এবং সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে মেলার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
১৪ ডিসেম্বর হবে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।
১৫ ডিসেম্বর মেলার প্রয়াত চেয়ারম্যান, সাবেক সিটি মেয়র আলহাজ এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আলোচনা সভার মধ্য দিয়ে এবারের কার্যক্রমের সমাপ্তি হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মরহুম জননেতা মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস হাসিনা মহিউদ্দিনও বক্তব্য রাখেন।