ঢাকা: সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
ভাস্কর্যবিরোধী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক ডিজিটাল নিরাপত্তা আইনের ২১/২৫/২৮ ও ৩১ ধারায় মামলাটি করেন।
মামলার বাদি আবদুল মালেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। আদালত সূত্র জানায়, মামলা গ্রহণের বিষয়ে এখনো কোনো আদেশ দেননি।
বিজনেসটুডে২৪ ডেস্ক