Home আইন-আদালত পাপুলের স্ত্রী-কন্যাকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

পাপুলের স্ত্রী-কন্যাকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে গ্রেপ্তার সংসদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী এমপি সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এ মামলায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক আরিফুল ইসলাম মিয়াকে তলব করা হয়েছে।

পাপুলের স্ত্রী এমপি সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলাম গত ২৬ নভেম্বর হাই কোর্টে জামিন আবেদন করেন। তাদের মধ্যে সেলিনা ও ওয়াফার আবেদন আজ নাকচ হয়ে গেলেও জেসমিনের আবেদনটি এদিন কার্যতালিকায় আসেনি।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদকে) পক্ষে শুনানি করেন মো. খুরশীদ আলম। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।

পাপুল কুয়েতে গ্রেপ্তার হওয়ার পর গত ১১ নভেম্বর তার এবং তার স্ত্রী, শ্যালিকা ও মেয়ের বিরুদ্ধে মামলা করে দুদক।