Home Second Lead ঘন কুয়াশায় জাহাজ আসতে পারেনি

ঘন কুয়াশায় জাহাজ আসতে পারেনি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ঘন কুয়াশা আজ শুক্রবারও বিপত্তি তৈরি  করেছে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলে। কোন জাহাজ জেটিতে আসতে পারেনি।

বন্দর সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে জেটি ছেড়ে যাওয়ার  সিডিউল ছিল। একইভাবে সকাল সাড়ে ৭টা থেকে জাহাজের জেটিতে আসার কর্মসূচি ছিল। ভোরে কর্ণফুলীর মোহনায় এমন কুয়াশাচ্ছন্ন ছিল মাত্র কয়েক মিটার দূরেও কিছূ দেখা যায়নি।  এ রকম অবস্থায় জাহাজ আনা নেয়া ঝুঁকিপূর্ণ। তাই সময় মত জাহাজ জেটি থেকে নোঙর তুলতে পারেনি। কুয়াশা কিছুটা কমে জাহাজ চলাচলের উপযোগী হতে হতে সকাল ১০টা বেজে যায়।  এ সময়ে ভোরের নির্দিষ্ট জাহাজগুলো জেটি ছেড়ে যায়। এরমধ্যে শুরু হয় ভাটার টান। তাই যেসব জাহাজের জেটিতে আসার সিডিউল ছিল সেগুলো আর আসতে পারেনি। আজ পরবর্তী জোয়ার যখন শুরু হবে, তখন সন্ধ্যা হয়ে যাবে। যে জাহাজগুলোর ভিতরে আসার কর্মসূচি সেগুলোর ড্রাফট নাইট নেভিগেশনের জন্য নির্ধারিত ড্রাফটের বেশি। তাই শনিবারের প্রথম জোয়ারে জাহাজগুলোতে জেটিতে ভিড়তে হবে। আর তাতে এসব জাহাজের একদিনের অবস্থানকাল এবং ব্যয় বাড়লো।

চলতি শীত মওসুমে ঘন কুয়াশার কারণে জাহাজ চলাচল দ্বিতীয়বারের মত ব্যাহত হল আজ।