বিজনেসটুডে২৪ ডেস্ক
উত্তর-পূর্ব সিরিয়ার রাস আল আহিন শহরে গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬ জনের। এদের মধ্যে দুই সাধারণ নাগরিক সহ তুরস্কের তিন সেনাও রয়েছেন। জখম হয়েছেন আরও ১২ জন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর: জানা গিয়েছে, রাস আল আহিন শহরটি মূলত তুরস্কের সেনাবাহিনীর একটি বিশেষ শাখা পরিচালনা করে। বৃহস্পতিবার তাদের একটি দল রাস আল আহিন শহরের একটি চেকপোস্টে ডিউটি করছিল। সেইসময় বিস্ফোরণটি হয়। তুরস্কের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই বোমা বিস্ফোরণের কমপক্ষে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে তুরস্কের তিনজন সেনা এবং দুই সাধারণ নাগরিক রয়েছেন।
কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও প্রাথমিকভাবে ধারণা আইএসআইএসের মদতপুষ্ট জঙ্গিরাই এই হামলা চালিয়েছে। ঘটনার তদন্ত চলছে।