Home খেলাধুলা ফিফার বর্ষসেরা তালিকায় মেসি ও রোনাল্ডো

ফিফার বর্ষসেরা তালিকায় মেসি ও রোনাল্ডো

বিজনেসটুডে২৪ ডেস্ক

তিনজনই ফুটবলের মহানক্ষত্র, একজনের কথা বললে অন্যজনই আসবেনই। সেই কারণে বন্ধনী থেকে একজনের নাম বাদ গেলে অব্যর্থভাবেই অবাক হতে হয়। সেটাই স্বাভাবিকভাবে হচ্ছে বিশ্বের ফুটবলমহল।

গত ম্যাচে তুরস্কের ক্লাব বাসাকশেরির বিপক্ষে দারুণ পারফরম্যান্স ও হ্যাটট্রিকের পরে নেইমারের নাম সকল ফুটবল প্রেমীদের মুখে মুখে ঘুরছে। তিনি সেই ম্যাচে বিপক্ষকে মাটি ধরিয়ে দিয়েছিলেন।

বরং চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মেসির বার্সেলোনা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্টাসের কাছে চূর্ণ হওয়ার পরে অনেকেই হতাশ হয়েছিলেন। বলছিলেন, এবার মেসির পারফরম্যান্স মোটের ওপর ভাল নয়, অনেকটা তাঁর দলের মতোই।

যদিও ফিফা বর্ষসেরা যে তালিকা প্রকাশ করেছে শুক্রবার সন্ধ্যায়, তাতে চোখ বোলালে চমকে উঠতে হয়। সেই তালিকায় রাখা হয়নি নেইমারের নাম। মেসি ও রোনাল্ডোর নাম তো রয়েইছে, পাশাপাশি রয়েছে লেভানদস্কির নামও।

মূলত তিনটি বর্ষসেরা ফুটবলের পুরস্কার নিয়েই বেশি মাতামাতি চলে। এর মধ্যে ফ্রান্স ফুটবলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর এবার দেওয়া হয়নি। কারণ করোনার কারণে সব দেশে ফুটবল একইরকমভাবে চলেনি। ফ্রান্সের লিগই যেমন পুরোপুরি শেষ হয়নি। তবে উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন লেভানদস্কি।

দারুণ একটি বছর কাটিয়েছেন লেভানদস্কি। বায়ার্নের হয়ে লিগ,, চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপের ত্রিমুকুট জিতেছেন। নিজে করে গেছেন গোলের পর গোল। গত মরসুমে লিগে করেছিলেন ৩১ ম্যাচে ৩৪ গোল, এবার এরই মধ্যে ৯ ম্যাচে ১২টি। চ্যাম্পিয়ন্স লিগে গত মরসুমে গোল করেছেন ১৫টি, এবার গ্রুপ পর্বে ৪ ম্যাচে ৩টি।

সেদিক থেকে মেসি ও রোনাল্ডোর বছরটা অনেক অনুজ্জ্বলই গিয়েছে। রোনাল্ডো তো তবু জুভেন্টাসের হয়ে ইতালিয়ান লিগ জিতেছেন, মেসির ঝুলিতে কোনও খেতাব নেই। লিগে গত মরসুমে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা অবশ্য হয়েছেন মেসি। এবার ১০ ম্যাচে করেছেন ৪ গোল। গত মরসুমে মেসি চ্যাম্পিয়ন্স লিগে ৮ ম্যাচে করেছিলেন ৩ গোল, এবার ৪ ম্যাচেই করেছেন ৩ গোল।

নেইমারের পারফরম্যান্স সেরা তিনে আসার মতো ছিল কি না, সে বিতর্ক হতেই পারে। ফরাসি লিগসহ ঘরোয়া দুটি কাপই জিতেছে নেইমারের পিএসজি, প্রথমবারের মতো উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও। যদিও বায়ার্নের কাছে হেরে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নপূরণ হয়নি নেইমারদের। লিগে গত মরসুমে ১৫ ম্যাচে ১৩ গোল করেছেন নেইমার, এবার ৬ ম্যাচে ৩ গোল। তাই তাঁর পারফরম্যান্স ফেলে দেওয়ার মতো নয়, তাই প্রথম তিনে বাদ মানে এবারও তিনি বর্ষসেরার মর্যাদা পাবেন না, তা জলের মতো পরিষ্কার হয়ে গেল।